চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক লে: কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে পৌরসভাধীন উত্তর শ্রীরামদী নিশি রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে আনুমানিক ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গাঁজা বহনকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথীর উপস্থিতিতে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লে: কাজী আকিব আরাফাত এ তথ্য জানান।
বিডি প্রতিদিন/এএ