সিলেটের বিশ্বনাথে গেল বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৮টি পরিবারে ঢেউটিন বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে সিলেটের বিশ্বনাথের লামাকাজী, খাজাঞ্চী, দৌলতপুর ও বিশ্বনাথ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এগুলো বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনামের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার। পরে ওই চার ইউনিয়নের ৭৮টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে তুলে তেয়া হয় দুই বান করে ঢেউটিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ফজর আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য চমক আলী, সমাজসেবক নিজাম উদ্দিন, আবদুস শহীদ, মাহতাব উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ