জামালপুরে বাঁশঝাড় থেকে অজ্ঞাত এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া গ্রামে বাঁশঝাড়ে অজ্ঞাত তরুণীর গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শনিবার রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই তরুণীকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ফেলে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ নেওয়াজ জানান, অজ্ঞাত ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এমআই