মানিকগঞ্জের সাটুরিয়ার মাকারকুল গ্রাম থেকে আড়াই মাস বয়সী শিশু চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সিঁধ কেটে শিশুকে চুরি করা হয়। এ ঘটনায় শিশুকে উদ্ধারসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
শিশুর মা জানান, রাত আনুমানিক তিনটার দিকে ঘুম থেকে জেগে দেখেন ঘরে শিশু আবু বকর (৭০ দিন বয়স) নেই। আলো জ্বালিয়ে দেখতে পান সিঁধ কাটা। সঙ্গে সঙ্গে স্থানীয় মসজিদের মাইকে চুরির ঘটনা জানানো হয়। শিশু অপহরণকারী সজল (২৬) ও তাছলিমা (৩০) শিশুকে নিয়ে নাগরপুরের কাওয়াখালী এলাকা পৌঁছালে স্থানীয় মাছধরার লোকজন সন্দেহ করেন।
আজ ভোর পাঁচটার দিকে শিশুকে নিয়ে কোথায় যাচ্ছেন জানতে চাইলে তারা সদুত্তর দিতে না পারায় দুজনকে আটক করে পুলিশে দেয়। পুলিশ এসে শিশুকে উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত দুইজন আটক করে থানায় নিয়ে যায়। আটক সজলের (২৬) বাড়ি সাটুরিয়া উপজেলার ছনকা এলাকায়। সে স্থানীয় পাখি মিয়ার ছেলে। অপর জন তাছলিমা আক্তার (৩০) দৌলতপুর উপজেলার কলিয়া এলাকার সামাদ মিয়ার মেয়ে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, তাছলিমার দীর্ঘদিন সন্তান না হওয়ায় সজলের কাছ থেকে একহাজার টাকায় শিশুটিকে ক্রয় করতে চেয়েছিলেন। শনিবার দিবাগত রাতে সিঁধ কেটে শিশুটিকে চুরি করা হয়। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর