ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাজারে মাছ বিক্রি করে নৌকা দিয়ে বাড়িতে ফেরার পথে নদীর মাঝে বজ্রপাতে মো. বিল্লাল মিয়া (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার সকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের লঙ্গন নদীতে এ ঘটনা ঘটে।
বিল্লাল উপজেলার ভলাকুট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছমত আলীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফকরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল একজন জেলে। মাছ ধরে সে জীবিকা নির্বাহ করে। শনিবার রাতভর বৃষ্টি হয়। সারারাত বৃষ্টিতে মাছ ধরে বিল্লাল। সে মাছ বিক্রির জন্য রবিবার ভোর ছয়টার দিকে নাসিরনগর মাছের আড়তে আসেন। সেখানে মাছ বিক্রি করে নিজ গ্রাম ভলাকুট ফেরার পথে সদর ইউনিয়নের টেকানগর গ্রাম বরাবর আসার পরই হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে অচেতন হয়ে পড়েন বিল্লাল। পরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফকররুল ইসলাম বলেন, বজ্রপাতে জেলের মৃত্যুর খবর জানতে পেরেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সহযোগিতা করা হবে।
বিডি প্রতিদিন/এমআই