বগুড়ার নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হানকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। আজ রবিবার দুপুর ১২টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, শফি উদ্দিন, স্বপন চন্দ্র, সরফুল হক, মখলেছুর রহমান, গোলাম মোস্তফা গামা, শামীম শেখ, এফ ফারুক কামাল, আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন, শাহিরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট বিকাল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে সমাবেশ আহবান করে নন্দীগ্রাম উপজেলা বিএনপি। অপরদিকে ১০০ গজ দূরে বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বরে একই সময়ে উপজেলা জাতীয় শ্রমিকলীগ শোকাবহ আগস্ট উপলক্ষে শোকসভার আয়োজন করে। সেদিন দুপুর ২ টার দিকে ছাত্রলীগের একটি মোটর সাইকেল মিছিল মাজগ্রাম দিয়ে আসার সময় বিএনপির নেতাকর্মীরা পেছন থেকে ছাত্রলীগ নেতা আবু রায়হানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বলে নন্দীগ্রাম ছাত্রলীগের অভিযোগ।
এ ঘটনায় নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরসহ ২৬ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর