টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থী ডিএম সালমান আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সালমানের নিজ শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার বানাইল ইউনিয়নের গল্লি জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার বেলা সারে বারটার দিকে বিদ্যালয় চত্বর ও পাকুল্যা-লাউহাটি সড়কে তারা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সালমান উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের শামসুল দেওয়ানের ছেলে। সে তার মাসহ উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া গ্রামে মামার বাড়িতে থেকে লেখাপাড়া করত। গল্লী জনতা উচ্চ বিদ্যালয় থেকে তার এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী সকাল থেকেই বিদ্যালয় চত্বরে সমবেত হতে থাকে। পরে তারা ডিএম সালমান আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমুলক শান্তির দাবিতে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাকুল্যা-লাউহাটি সড়কের গল্লি বাজার প্রদক্ষীণ করে বিদ্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে ব্ক্তব্য রাখেন সালমানের মামাতো ভাই জামুর্কী ইউনিয়ন আ.লীগের সাংগঠিনিক সম্পাদক উজ্জল হোসেন খান, সালমানের সহপাটী রবিন, সজিব ও শৈশব।
বিডি প্রতিদিন/এএ