মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামালায় গ্রেফতারকৃত ৩ আসামির ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, পৌরসভা যুবদল নেতা সেলিম মোহাম্মদ ও রুবেল মাহমুদ।
আজ রবিবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এলেনা আক্তার রিমান্ডের আদেশ মঞ্জুর করেন।
এদিন আসামিদের আদালতে হাজির করে কোট ইন্সপেক্টর আব্দুল কাইয়ূম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক শুনানি শেষে ১দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলে পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই রাতেই মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. আব্দুল লিটন বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াই হাজার নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর