নারায়ণগঞ্জের বন্দরে কানিজ ফাতেমা ওরফে বাধন (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার বন্দরের শুভকরদি এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাধন বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের বাগপাড়া নরপদি এলাকার বীর মুক্তিযোদ্ধা ফয়েজ মিয়ার মেয়ে একই এলাকার জজ মিয়ার ছেলে শিপলুর স্ত্রী। এ ব্যাপারে সন্ধ্যায় বন্দর থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে বাধনের স্বামী শিপলু পলাতক রয়েছে।
এলাকাবাসী জানান, ছয় বছর আগে বন্দরের শুভকরদি এলাকার জজ মিয়ার ছেলে শিপলুর সঙ্গে বাধনের বিয়ে হয়। শাহীন নামের তাদের ৫ বছরের সন্তান রয়েছে। শিপলু জুয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। জুয়া নিয়ে শনিবার রাতের তাদের মধ্যে ঝগড়া হয়। রবিবার সকালে শিপলু প্রতিবেশীদের জানায় যে, বাধন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। দুপুরে পুলিশ ঘরের খাটে রাখা অবস্থায় বাধনের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, নিহত বাধনের গলায় দাগের মতো চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম