বাগেরহাটের শরনখোলায় মৎস্য ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ পুর্নবাসন প্রক্রিয়ায় বিভিন্ন স্টেকহোল্ডারদের পাশাপাশি ক্ষুদ্র জেলে সম্প্রদায়ের (এসএসএফ) এবং নারী জেলেদের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনভর শরণকোলা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসরাত জাহান।
বেসরকারি উন্নয়ন সংস্থা উদায়ন বাংলাদেশ ও কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী। উদয়ন বাংলাদেশের উপদেষ্টা পরিচালক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা দেব্রত সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, মেরিন ফিসারিজ অফিসার মো. রবিউল ইসলাম, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, মৎস্যজীবী নেতা মো. সোলায়মান ফরাজি প্রমুখ।
কর্মশালায় মৎস্য ও আবাসস্থল ব্যবস্থাপনায় ক্ষুদ্র জেলে সম্প্রদায়ের অন্তর্ভুক্তি, সুশাসনকে উৎসাহিত করা, দ্বন্দ্ব বা মতবিরোধ সংক্রান্ত বিষয়গুলি মোকাবেলা করা, টেকসই মৎস্য, পরিবেশ সুরক্ষা ও পুনরুদ্ধারের লক্ষ্যে এবং কমিউনিটির টিকে থাকার জন্য বাস্তব নির্ভর পদক্ষেপ গ্রহণ বিষয়গুলোর উপর আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল