ঢাকার ধামরাইয়ে শামীম হোসেন (২২) নামে এক যুবকের হাত-পা বাধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বরাকৈর গ্রামে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ধামরাইয়ের বরাকৈর এলাকায় গরুর খামারের কর্মচারী ছিল। নিহত শামীম হোসেন নেত্রকোনা সদরের বন্নি গ্রামের আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শামীম হোসেন গত এক বছর ধরে ধামরাইয়ের বরাকৈর এলাকায় গরুর খামারে কর্মচারী হিসেবে চাকরি করে আসছিল। মাস তিন আগে তার নিজ জেলা নেত্রকোনায় বিয়ে করে স্ত্রীকে নিয়ে ধামরাইয়ের বরাকৈর গ্রামের জাহানারা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় গত এক সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। শামীম হোসেন ওই গরুর খামারে শুধু রাতে কাজ করতেন। শনিবার রাতে খামারে না যাওয়ার কারণে একই খামারের অপর কর্মচারী সাগর হোসেন রবিবার দুপুরে ভাড়া বাসায় গিয়ে শামীম হোসেনের হাত-পা বাধা ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ধারনা করা হচ্ছে শামীমকে হাত-পা বেঁধে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ হত্যাকান্ডের সঙ্গে যারাই জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হবে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম