বরিশালের গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু শিকদারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে। গত শনিবার দিবাগত রাত ৮টার দিকে পৌরসভার উত্তর বিজয়পুর এলাকার বাড়িতে হামলা-ভাংচুর চালিয়ে দুর্বৃত্তরা তাকে (৩৮) পিটিয়ে গুরুতর আহত করে। আহত জাকিরকে বরিশালের আরিফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন জাকির হোসেন জানান, শনিবার রাতে ১০/১২টি মোটরসাইকেল যোগে ছাত্রলীগের একদল নেতাকর্মী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা তার কোলে থাকা শিশু কন্যাকে ফেলে দিয়ে তাকে বেদম মারধর করে। পিটুনিতে ডান পা ভেঙে যায়। পরে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মী এই হামলায় জড়িত নয়।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, হামলার ব্যাপারে পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল