রংপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালকসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধ-শতাধিক। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আরও তিনজন মারা গেছেন।
নিহতরা হলেন-তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের জোয়ানা বাসের হেলপার বিনোদ সেনের পুত্র ধনঞ্জয়, একই উপজেলার সয়ার ইউনয়িনের কাজিপাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে আনিছুর রহমান, একই উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাঙ্গীরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার কুন্দল পূর্বপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মহসিন হোমেন সাগর, নীলফামারীর জলঢাকা এলাকার নয়ন, সৈয়দপুরের জুয়েল রায়হান, মুছা মিয়া ও ইসলাম পরিবহনের চালক মাহাবুব। তার বাড়ি নীলফামারী জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহনের সাথে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং রমেক হাসপাতালে তিনজন মারা যান। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাহাবুব নামে একজন বাসের চালক মারা গেছেন। অন্য বাসের চালক পলাতক রয়েছে। বাস দুটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম/এমআই