সিলেটের বিশ্বনাথে উপজেলা আইনশৃংখলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় পরিষদের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও এ বিষয়ে বিভিন্ন
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ মানিক মিয়া, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ছয়ফুল হক, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূর উদ্দিন, খাজান্সি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, আনসার ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মো. আবদুল আজিজ, পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম
আলাউল হক সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ