বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে রবিবার পর্যন্ত দুই দিন এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
ত্রিপুরার আগরতলা ব্যবসায়ীদের সংগঠন ইন্দ্রো-বাংলা আমদানি-রফতানিকারক সংগঠনের এক চিঠির মাধ্যমে বাংলাদেশের আখাউড়া স্থল বন্দরের ব্যবসায়ীদের বন্ধ থাকার বিষয়টি জানায়।
আখাউড়া স্থল বন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্থলবন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ত্রিপুরার আগরতলা ইন্দ্রো-বাংলা আমদানি-রফতানিকারক ব্যবসায়ীদের সংগঠনের সাধারণ সম্পাদক শিব শংকর দেব এক চিঠির মাধ্যমে জানায়, বিশ্বকর্মা পূজা উপলক্ষে সে দেশের ব্যবসায়ীরা শনিবার ও রবিবার এ দুই দিন যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু ভারতের ব্যবসায়ীরা যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখেছেন তাই আমাদের রফতানি কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। সোমবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে দু’দেশের মধ্যে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে এ বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম দু’দিন বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর