সাগরে জাল পাতাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের সাত জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পায়রাবন্দর সংলগ্ন রামনাবাদ নদীর মোহনায় এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে জামাল সিকদার, রিয়াজ ফকির, জামাল হোসেন ও রুবেলকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরে জাল পাতা নিয়ে দুই দল জেলের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের সাতজন আহত হন। তাদের তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফারহা তাসনিম তৃণা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, এ বিষষে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ