চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে তার ইচ্ছা ব্যক্ত করেন। এসময় খোকন বলেন, গত নির্বাচনেও তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং বিজয়ী হন।
তিনি আরও বলেন, জেলা পরিষদ নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়। যে কারণে আমি এবারও নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু দলের উপর মহলের শুভাকাঙ্খীদের সাথে আলোচনা করে জানতে পারি দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া অনুচিত। এ কারণে আমি নির্বাচন থেকে সরে আসছি। শনিবার আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করবো।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক আবু তালেব বিশ্বাস, প্রচার সম্পাদক শওকত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ