৩০ সেপ্টেম্বর, ২০২২ ২০:৫৩

সোনাহাট স্থলবন্দর ৯ দিন বন্ধ ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি:

সোনাহাট স্থলবন্দর ৯ দিন বন্ধ ঘোষণা

মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে সোনাহাট স্থলবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এটি আগামী ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। 

সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাকিব আহমেদ জুয়েল স্থলবন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। 
তিনি জানান, সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষ এক চিঠির মাধ্যমে এ বন্দর দিয়ে সাময়িকভাবে পণ্য আমদানি ও রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাকিব আহমেদ জুয়েল বলেন, শনিবার (১ অক্টোবর) থেকে ৯ অক্টোবর রবিবার পর্যন্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্য পণ্য আমদানি রপ্তানিসহ সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। মোট নয় দিনের ছুটি ঘোষণা করছে বন্দর কর্তৃপক্ষ। আগামী ১০ অক্টোবর সকাল থেকে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর