৩০ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৩

লালমনিরহাটে দুর্গোৎসবের উদ্ধোধন করলেন নেপালের রাষ্ট্রদূত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে দুর্গোৎসবের উদ্ধোধন করলেন নেপালের রাষ্ট্রদূত

মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজ শুক্রবার বিকেলে লালমনিরহাট শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন হয়েছে। লালমনিরহাট জেলার সাপটানা এলাকার দেববাড়ী পূজামণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা অর্চনার উদ্বোধন করেন নেপালের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভান্ডারী। 

দেববাড়ী পূজা উদযাপন কমিটির আয়োজনে এবং কমিটির সাধারণ সম্পাক জয়ন্ত কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত  শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ডেপুটি চিফ অব মিশন শ্রী কুমার  রাই, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, ভারতের চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সভাপতি অতুল কুমার সাকসেনা, বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। 

এর আগে প্রধান অতিথি ফিতা কেটে দুর্গোৎসবের সূচনা করেন। এ সময় ২ শতাধিক মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন তিনি। এছাড়াও তিনি জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর