শিরোনাম
১ অক্টোবর, ২০২২ ১৩:১৫

সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য নিরসনসহ ৭ দাবিতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি

সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য নিরসনসহ ৭ দাবিতে মানববন্ধন

সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য নিরসনসহ ৭ দাবিতে মানববন্ধন

‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ স্লোগানকে সামনে রেখে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য নিরসনসহ ৭ দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশনমোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি দফতরের ১১-২০তম গ্রেডের প্রায় শতাধিক কর্মচারীরা অংশগ্রহণ করে ৭ দফা দাবি জানান, এসময় মানববন্ধনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ লালমনিরহাটের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফ মিজানুর রহমান, সাদি ফরহাদুর রহমান, পারভেজ আক্তার টপি (কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সম্পাদক) প্রমুখ বক্তব্য প্রদান করেন।

বক্তব্যরা অন্যান্য সকল সরকারি কর্মচারীদেরও আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে সরকারকে অনুরোধ করে বলেন, বেতন বৈষম্যসহ সব ধরনের সুযোগ-সুবিধার বৈষম্য অনতিবিলম্বে কমিয়ে আনা হোক।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর