২ অক্টোবর, ২০২২ ১৯:০১

কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ

ফাইল ছবি

মালিক-শ্রমিক দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। শনিবার রাতেও স্বাভাবিক ছিলো বাস চলাচল। তবে কবে নাগাদ এই রুটে বাস চলাচল স্বাভাবিক হবে এ ব্যাপারে কোনো ধারণা দিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবিবার সকাল থেকে কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে মেহেরপুরগামী কোনো বাস ছেড়ে যায়নি। অন্যদিকে মেহেরপুর থেকে কোনো যাত্রীবাহী বাস কুষ্টিয়ায় আসেনি বলে নিশ্চিত করেছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু।

মরিয়ম সুলতানা তার দুই ছেলে-মেয়েকে নিয়ে যাবেন মেহেরপুরে। কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে মেহেরপুরের বাস ছেড়ে না যাওয়ায় সুমাইয়াকে মজমপুর পর্যন্ত আসতে ৪০ টাকা অটোরিকশা ভাড়া গুনতে হয়েছে। মজমপুর থেকেও কোনো গাড়ি না পেয়ে তাকে আরো ২০ টাকা খরচ করে আলফা মোড়ের সিএনজি স্ট্যান্ডে যেতে হয়। এখানে এসে তিনি জানতে পারেন সিএনজি মেহেরপুর পর্যন্ত যাবে না। বামুন্দি পর্যন্ত যাবে। কিন্তু এর জন্য তাকে সিএনজি ভাড়া গুনতে হবে ১২০ টাকা। সর্বশেষ মেহেরপুর পর্যন্ত যেতে আরও ১০০ টাকা লেগে যাবে।

বাস না চলায় ক্ষোভ প্রকাশ করে মরিয়ম জানান, একদিকে যেমন বৃষ্টি হয়েছে, তার উপরে বাস চলছে না। পদে পদে ভোগান্তি। আর বাস না চলায় ভাড়াও দিতে হচ্ছে বেশি। অন্যদিকে অধিক ঝুঁকিসহ সময়ও লাগছে বেশি।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু জানান, ঢাকাগামী যাত্রীবাহী কোচে যাত্রী তোলা নিয়ে শনিবার মেহেরপুরের বামুন্দি এলাকায় বাস মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বাস চালকরা এ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। তবে আশা করছি খুবই শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে বাস এবং চলাচল স্বাভাবিক হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর