২ অক্টোবর, ২০২২ ২২:১৫

প্রধানমন্ত্রী সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছেন : জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

প্রধানমন্ত্রী সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছেন : জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত রয়েছে।

আজ রবিবার ভোলার চরফ্যাশনে কালীবাড়ীতে শারদীয় দূর্গোৎসবে পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

তিনি বলেন, নিজেদেরকে কখনও সংখ্যালঘু ভাববেন না, জন্মসূত্রে এ দেশের নাগরিক আপনারা। বিএনপির আমলে এদেশের হিন্দুদের উপরে অনেক নির্যাতন জুলুম অত্যাচার হয়েছিল। তাদের হাতে হিন্দু সম্প্রদায় কখনও নিরাপদ নয়। 

জ্যাকব আরও বলেন, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে তাদের হাতে আবারও নির্যাতিত হবেন সংখ্যালঘুরা। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। রাস্ট্রের চার মূলনীতির মধ্যে ধর্মনিরপেক্ষতা অন্যতম। সাম্প্রদায়িক ঐক্যের কারণে বাংলাদেশ বিশ্বের কাছে প্রশংসিত।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর