টাঙ্গাইলের সখীপুরে সরকারি মুজিব কলেজে অনার্সের ফরম ফিলাপ ফি কমানোর দাবিতে আন্দোলন করে ভবনের সামনে সাতদিন ধরে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সমাজকর্ম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মূল ভবনের ফটকে এ তালা ঝুলিয়ে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক আবেদন জানিয়েছে। এ মাসের ১১ তারিখ ফরম ফিলাপের শেষ দিন হলেও এখনো কেউ ফরম ফিলাপ করেনি বলে জানায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লোকমান হোসেন।
শিক্ষার্থীরা জানায়, অনার্স বিভাগে মাস্টার রোলে কোন কর্মচারী নাই এবং কলেজের কোন পরিবহনও নাই। তার পরেও ফরম ফিলাপের ফি ৩৬০০ টাকার সাথে কর্মচারী ফি ১০০০ ও পরিবহন ফি ৩০০ টাকা ধরা হয়েছে। আমরা পরিবহন ও কর্মচারী ফি দিতে ইচ্ছুক না। এ নিয়ে মঙ্গলবার কলেজে আন্দোলন হয়েছে এবং অনার্স ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া কলেজের অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেছি। আমাদের ফরম ফিলাপ করার শেষ সময় ১১ সেপ্টেম্বর।
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজিম উদ্দিন বলেন, ফরম ফিলাপের ফি কমানো নিয়ে মঙ্গলবার ভবনের মূল ফটকে ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা। কয়েকদিন ধরে ফরম ফিলাপের কাজে কলেজে যাচ্ছি কিন্তু অফিসে বসতে পারিনা। অনার্সের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে নিয়মিত ১৪৬ জন ও মানোন্নয়নের জন্য ২৭৫ জন, মোট ৪২১ জন শিক্ষার্থী ফরম ফিলাপ করার কথা। কিন্তু এখনো কোন শিক্ষর্থী ফরম ফিলাপ করে নাই।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লোকমান হোসেন বলেন, ফরম ফিলাপের বিষয় নিয়ে শিক্ষার্থীরা একটি তালা ঝুলিয়ে দিয়েছেন। এ নিয়ে অধ্যক্ষ স্যারের সাথে আমার কথা হয়েছে, কিন্তু ফি কমানো বা ফি বাদ দেয়ার কোন সুযোগ নেই বলে তিনি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, আমরা ভর্তির সময় না বুঝে কর্মচারী ফি ১০০০ ও পরিবহন ফি ১০০ টাকা জমা দিয়েছি। এখন থেকে এ বিষয়ে কোন ফি জমা দিবো না।
সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ বলেন, এ ফি গুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারণ করা। এটা কমানো বা বাদ দেওয়ার কোন সুযোগ নেই আমার। এনিয়ে কলেজে তালা ঝুলানোর বিষয়টি আমার জানা নেই।
বিডি প্রতিদিন/এএ