সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ প্রতিপাদ্য বিষয়ে জেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক
মাহফুজা খানম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শারমিন শাপলা, নাটোর প্রেসক্লাবের
সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং নীডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটি।
বিডি প্রতিদিন/এএ