বিয়ে বাড়ি থেকে ফেরার পথে নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ওয়ালিউল ইসলাম জুয়েল (৫০), আজমিরা খাতুন হিরা (৪৫) নামের দুইজন প্রভাষক এবং গালিব (২০) নামের একজন কলেজ শিক্ষার্থী ও লাবিব (১৭) নামের একজনসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার রাতে সিরাজগঞ্জ-ঢাকা সড়কে মাক্রো ও বাস মুখামুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
আহত স্বামী ও স্ত্রী দুইজন উপজেলার মঞ্জিলপুর কৃষি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের প্রভাষক এবং তাদের এক ছেলে ঝিনাইদহ ক্যাডেট কলেজের এবং অপর ছেলে রাজশাহী একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
আহতদের মধ্যে গালিবের অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া আর্মি মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/এএম