জয়পুরহাট পৌরসভার এলাকাগুলোতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করে ব্যক্তিগত আর্থিক অনুদান প্রদান করেছেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার ৩১টি মণ্ডপে ব্যক্তিগত ২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দেন তিনি।
এ সময় মেয়র বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। সব ধর্মের সহাবস্থানে সরকার কাজ করছে। শান্তিপূর্ণভাবে এখানে সবাই ধর্ম পালন করবেন। আমরা সবাই এ আনন্দ ভাগাভাগি করে উপভোগ করব। কোনো অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। যাতে ওই শক্তি সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, কাউন্সিলর ওলিউজ্জামান বাপ্পি, জাকির হোসেন মোল্লা, মামুনুর রশিদ মামুন, মতিয়ার রহমান বাবু, নূর ই আলম সিদ্দিকি ও হায়দার আলী পলাশ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পাপিয়া ও মুন্নুজান বিবি, জয়পুরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন