পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই একমাত্র অসাম্প্রদায়িক সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে এ দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে মিলে মহান মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তেমনি তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে থেকে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
আজ বুধবার নড়িয়া উপজেলার শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।
এনামুল হক শামীম বলেছেন, ধর্ম যার যার উৎসব সকলের। তিনি সনাতন ধর্মের পূজারী ভক্তদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহীরচক্রবত্রী ও ভূমখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলঙ্গী হোসেন।
বিডি প্রতিদিন/আবু জাফর