ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার ছনকান্দা বাজার পূজা মণ্ডপ, অষ্টমীখলা কেন্দ্রীয় পূজা মণ্ডপ, কদমতলা ও সাহাপাড়াসহ পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজারীদের সাথে মতবিনিময় করেন ও তাদেরকে ১০ হাজার টাকা করে আর্থিক নগদ সহযোগিতা প্রদান করেন। অত্যন্ত আনন্দমুখর ও প্রাণবন্ত পরিবেশে পূজা উদযাপন চলছে দেখে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করে তাদেরকে ধন্যবাদ জানান।
এরপর আমুয়াকান্দা বাজারে ফুলপুর পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন ৯টি শেড ঘর নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর পৌরসভার মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা আওয়ামী লীগের সদস্য এটিএম মনিরুল হাসান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা রায় প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন