মুজিবশতবর্ষ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আরও ৩৫ ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বুধবার বেলা ১১টার দিকে খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম ও ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইদুর রহমান।
নির্বাহী কর্মকর্তা বলেন, মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের ভূমি ও নিরাপদ আবাসন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৪র্থ পর্বের গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। এর আওতায় মোরেলগঞ্জে ৭০ ঘর নির্মাণ করা হবে। যার ৩৫ ঘর নির্মাণ কাজ আজ খাউলিয়া ইউনিয়নে শুরু হচ্ছে।
ইতোপূর্বে মুজিবশতবর্ষ উপলক্ষে এ উপজেলায় তিন ধাপে ৩১৭ ঘর নির্মাণ শেষে তা গৃহহীনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর