ভারী বৃষ্টিতে সাজেকে পাহাড় ধসের দীর্ঘ সময় পর রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে রাঙামাটির বাঘাইহাট সেনা জোনের ২০ ইসিবি কনস্ট্রাকশনের সদস্যরা।
এর আগে সকাল ৮টার দিকে রাঙামাটির সাজেক ইউনিয়নে শুকনা নন্দরাম পাড়ায় রাতভর ভারী বৃষ্টিতে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে রাঙামাটি-বাঘাইছড়ি-সাজেক ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা। এতে মারত্মক যানজটের সৃষ্টি হয় রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকুকু ও খাগড়াছড়ি জেলার সড়কে।
পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রাঙামাটির বাঘাইহাট সেনা জোনের ২০ ইসিবি কনস্ট্রাকশনের সদস্যরা। মাটি অপসারণের কাজ শুরু করে সেনাবাহিনীর ১৫ সদস্য।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন