ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়া এলাকায় ৮ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে খাঁটিহাতা হাইওযে পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতাকৃতরা হলো- জেলার পাশ্ববর্তী ভৈরব থানার কালিপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. জিদান (২০) ও একই গ্রামের মৃত তাজু মিয়ার ছেলে মো. লিমন (২১)।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে হাইওয়ে পুলিশ কুট্টাপাড়া এলাকা থেকে কিছুদুর শ্মশান ঘাট এলাকায় পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এসময় তল্লাশি চালানোর জন্য ঢাকাগামী একটি মোটর থামার নির্দেশ দেয়। থামার নির্দেশ দেখে মোটর সাইকেল আরোহীরা পালানোর জন্য চেষ্টা চালায়। পুলিশ ধাওয়া করে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করে। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম