হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামে পূজা মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর চন্দ্র দাশ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। মৃত সাগর চন্দ্র দাশ ওই গ্রামের গোপাল চন্দ্র দাশের পুত্র। সে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ২য় বর্ষের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, চরহামুয়া গ্রামের অগ্রগামী পূজা মণ্ডপে সাগরসহ তার বন্ধুরা মিলে আনন্দ করছিল। এক পর্যায়ে সাগর অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ