মালয়েশিয়ায় বাংলাদেশের টাঙ্গাইলের প্রবাসী সোহেল মিয়াকে (৩৯) অপহরন করে মুক্তিপন আদায়ের ঘটনায় অপহরনকারী চক্রের দেশীয় হোতা মো. নাসির উদ্দিনকে (৩৮) বরগুনার বামনা থেকে গ্রেফতার করেছে র্যাব-৮।
সোমবার (৩ অক্টোবর) গভীর রাতে বামনার কুলপাটোয়া এলাকা থেকে তাকে গ্রেফতার এবং আদায়কৃত মুক্তিপনের ৫ লাখ টাকা উদ্ধার করে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার নাসিরকে উদ্ধারকৃত ৫ লাখ টাকাসহ মঙ্গলবার (৪ অক্টোবর) ঘাটাইল থানায় সোপর্দ করা হয়। আজ বুধবার র্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামিলযায়া এলাকা থেকে টাঙ্গাইলের ঘাটাইল থানার দক্ষিন ধালাপাড় এলাকার প্রবাসী মো. সোহেল মিয়াকে (৩৯) অপহরন করে দুর্বৃত্তরা। ২৬ সেপ্টেম্বর রাতে মালয়েশিয়ার একটি ফোন নম্বর থেকে অপহরণের শিকার সোহেল টাঙ্গাইলের ঘাটাইলে তার ভগ্নিপতি বিল্লাল হোসেনকে ফোন করে জানায় তাকে (সোহেল) অপহরন করা হয়েছে। ৫ লাখ টাকা মুক্তিপন না দিলে তাকে হত্যা করবে অপহরনকারীরা।
পরদিন ২৭ সেপ্টেম্বর এক অপহরনকারী ভগ্নিপতি বিল্লালকে ফোন করে ডাচবাংলা ব্যাংক লিমিটেড বরিশাল শাখায় কুলপাটোয়া পোল্ট্রি ফিডের একটি হিসাব নম্বরে ৫ লাখ টাকা জমা দিয়ে মেমো পাঠাতে বলে। ওইদিন সোহেলের স্বজনরা ঘাটাইলের সামী টেলিকমের মাধ্যমে অপহরণকারীদের দেয়া ব্যাংক হিসাব নম্বরে ৫ লাখ টাকা জমা দিয়ে তাদের হোয়াটসআপ নম্বরে মেমো প্রেরণ করেন। টাকা পাঠানোর পর ওই নম্বর বন্ধ করে দেয়া হয়।
এ ঘটনায় বিল্লাল হোসেন গত ২৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর ৩ অক্টোবর মামলাটি থানায় রুজু হয়। অপরদিকে সোহেলের নিকটাত্মীয় মালয়েশিয়া প্রবাসী হাসেম আহমেদও মালয়েশিয়ার জহুরবারু সেলাতান থানায় (বালাই) পৃথক আরেকটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে জানানো হয়।
ব্যাংক হিসাবটি বরিশালে হওয়ায় বিষয়টি তদন্তে নামে র্যাব-৮। তদন্তের এক পর্যায়ে গত সোমবার রাতে বরগুনার বেতাগী থেকে অপহরকারী চক্রের অন্যতম দেশীয় হোতা নাসির উদ্দিনকে গ্রেফতার এবং মুক্তিপনের আদায়কৃত ৫ লাখ টাকা উদ্ধার করে র্যাব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ