৫ অক্টোবর, ২০২২ ২০:৫১

'সকল ধর্মের মানুষ আজ ঐক্যবদ্ধ'

দিনাজপুর প্রতিনিধি:


'সকল ধর্মের মানুষ আজ ঐক্যবদ্ধ'

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানিয়ে বলেছেন, বিজয়া দশমী আজ প্রমাণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের মানুষ আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যকে কেউ ভাঙ্গতে পারবে না। 

বুধবার দিনাজপুর শহরের মডার্ণ মোড়ে সার্বজনীন দুর্গাপুজা সমন্বয় কমিটির আয়োজনে বিজয়া মঞ্চে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

দিনাজপুরে শান্তিপূর্ণ ভাবে বিজয়া দশমীর বিসর্জন সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জনের নিয়ম নীতি মেনে চলে পুনর্ভবা নদীতে বিসর্জন দেয়া হয়। আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে শেষ করা হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। দিনাজপুর শহরের বিভিন্ন মোড় দিয়ে প্রতিমা দুপুর থেকে নিয়ে যাওয়া হয়। পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহীনির কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হয়। শহরের মডার্ণ মোড়ে সার্বজনীন দুর্গাপুজা সমন্বয় কমিটির আয়োজনে বিজয়া মঞ্চ তৈরি করা হয়।

সার্বজনীন দুর্গাপুজা সমন্বয় কমিটির সহ-সভাপতি বি কে বোস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, ওয়াকার্স পাটির হবিবর রহমান প্রমুখ। সঞ্চলনায় ছিলেন সার্বজনীন দুর্গাপুজা সমন্বয় কমিটির সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার। 

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর