পাবনা জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুনের উপস্থিতিতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলার বিভিন্ন উপজেলা হতে জাতীয় ছাত্র সমাজের কর্মীদের নিয়ে কর্মীসভা করে সরকারি এডওয়ার্ড কলেজ ও পাবনা জেলা কমিটি ঘোষণা করা হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু। প্রধান বক্তা হিসেবে সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, আগামী দিনে মেধাশূন্য রাজনীতি তৈরির যে আশঙ্কা তৈরি হয়েছে তার জন্য মেধাবীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসতে হবে।
এসময় শিক্ষার্থীদের অধিকার ও রক্তপাতহীন শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করার জন্য জাতীয় ছাত্র সমাজের পতাকাতলে আসার আমন্ত্রণও জানান আল মামুন। এদিন সরকারি এডওয়ার্ড কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, সাধারণ সম্পাদক কাদের খান কদর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ওমর আলী মান্নাফ, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য নিহাল হোসেন ও ছামিউল ইসলাম শুভসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।