খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত ভবনের নির্মাণাধীন ছাদ ধসে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
শনিবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলো-সাজ্জাদ হোসেন (২২) ও সাইফুল ইসলাম। সাজ্জাদের বাড়ি খাগড়াছড়ি সদরের কলেজ গেট এলাকায়। অপর জনের বাড়ি বাঘাইহাট জেলার শীতল মারি উপজেলার কলিগাতী গ্রামে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জেলা পরিষদের নতুন ভবনের গ্রিলশেডের নির্মাণ কাজ করার সময় হঠাৎ উপর থেকে ভেঙে পড়ে। ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়। সন্ধ্যায় আরও একজনের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল