আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমারপাড়া দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত বুধবার (৫ অক্টোবর) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন গলার সমস্যাজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। এতে উপস্থিত ছিলেন নগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল