দীর্ঘ ছয় বছর পর এক বছর মেয়াদী রাজবাড়ী জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. শাহিন শেখকে সভাপতি ও মো. জাহিদুল ইসলাম জাহিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মো. শাহিন শেখ রাজবাড়ী পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও মো. জাহিদুল ইসলাম জাহিদ বিলুপ্ত জেলা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া জেলা কমিটির পদ প্রত্যাশী রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তরকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের নবনিযুক্ত সভাপতি মো. শাহিন শেখ বলেন, দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণ করা হবে। বঙ্গবন্ধুর আদর্শকে শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাব।
উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি রাজবাড়ী জেলা ছাত্রলীগের রাজীব-এরশাদের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়। ২০১৬ সালের ২৪ অক্টোবর কেন্দ্র থেকে ওই কমিটি ঘোষণা দেওয়া হয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন