বরগুনা প্রেসক্লাব আয়োজিত মাসব্যাপী শিশু আনন্দ মেলায় আজ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করেছেন বরগুনা পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ। বিকাল ৫টায় স্বেচ্ছাসেবী সংগঠন 'উৎসর্গ'র সহযোগিতায় প্রেসক্লাবের উদ্যোগে এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির কামাল, স্বাস্থ্য সেবা অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ, উৎসর্গ জেলা সভাপতি বিজন কান্তি বিদ্যুৎ, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ পৌরসভার কাউন্সিলর, গণমাধ্যম কর্মী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল