নেত্রকোনার প্রত্যন্ত এলাকায় বইবন্ধু নামে একটি গ্রামীণ পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া কুশলগাও গ্রামে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে পাঠাগারটির প্রতিষ্ঠাতা ক্ষুদে কবি মুহম্মদ রাসেল হাসান।
পাঠাগারের সামনে একটি মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ আলোকিতজন মতিন্দ্র সরকার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান।
এছাড়াও পাঠাগারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন মদন জোবায়দা রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান, শিক্ষক হারাধন সাহা, মারদিঘী উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, হাওর আন্দোলন নেতা ইকবাল হাসান, কবি তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক আলপনা বেগম, এলাকাবাসী আনিছুর রহমান হাশেম, স্থানীয় পাঠক তামিম হাসান মিলন, রুদ্র আহমেদ প্রমুখ। এর আগে আয়োজক এবং পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি রাসেলকে নিয়ে অতিথিরা কেক কাটেন।
সমাজকে আলোকিত করার জন্য গ্রামে গ্রামে এভাবে পাঠাগার আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই বলে জানান বক্তারা। তারা আরো বলেন, প্রতিটি ঘরেই পাঠাগারের ন্যায় সাজাতে হবে। নিজেদের শিশুদের হাতে বই তুলে দিতে হবে। পাঠাভ্যাস করতে হবে আলোকিত সমাজ গড়তে চাইলে। তাই পড়ার বিকল্প নেই বলে তারা জানান প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিগুলোকে কাজে লাগাতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল