বরগুনায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপ-পরিচালক ইসলামি ফাউন্ডেশন গাজী আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান, মুক্তিযোদ্ধা আ. রশিদ, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাব হোসেন প্রমূখ।
আমতলীতে জমইয়াতে হিযবুল্লাহ'র উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল