মাগুরায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা উলামা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ রবিবার সকালে আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিদ্দিকীয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা আব্দুল মোমিন। প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বক্তব্য রাখেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি হাবিবুর রহমান, আলহাজ্ব মাওলানা পীর সাহেব আবুল খায়ের, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ড. সাজ্জাদ হোসেন, জেলা উলামা পরিষদের আহবায়ক হাফেজ মো. আমজাদ হোসাইন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল