আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, সমৃদ্ধির প্রতীক। ফুলছড়ি-সাঘাটায় উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে হলে নৌকায় ভোট দিয়ে মাহমুদ হাসান রিপনকে বিজয়ী করতে হবে। তাকে জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন। নির্বাচিত করে তাকে বিজয়ী করা স্থানীয় আওয়ামী লীগের দায়িত্ব।
রবিবার দুপুরে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনের পক্ষে প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা চত্বরে ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় চেয়ারম্যানদের নিয়ে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
এসএম কামাল হোসেন বলেন, যারা আওয়ামী লীগ করে, যারা নৌকাকে ভালবাসে, যারা আমাদের নেত্রীকে ভালবাসে, যারা মরহুম ফজলে রাব্বী মিয়াকে ভালবাসে তাদের নৈতিক দায়িত্ব নৌকাকে বিজয়ী করা। কারণ এ নির্বাচনে নৌকার প্রার্থী হেরে গেলে আওয়ামী লীগ হেরে যাবে। আগামীতে ভোটে প্রভাব পড়বে। কাজেই ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান নৌকা নিয়ে ভোট করে বিজয়ী হলে, উপজেলা চেয়ারম্যান হলে উপ-নির্বাচনে কেন নৌকা জিততে পারবে না? এ প্রতিনিধি সভায় যারা উপস্থিত আছেন তারাই ভোটের মালিক। নৌকা হারলে আপনারাই বৈঈমান হিসেবে পরিচিত হবেন। আপনাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে। ভোটারদের ঘরে ঘরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। ১২ তারিখে ভোটের দিন ভোটারদের উপস্থিত করতে হবে।
এসএম কামাল বলেন, শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিতে ঘুমাতে পারবেন। কোনো কারণে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করবে। নারী-শিশু নির্যাতন করবে। বিগত সময়ে তারা তাই করেছে। এখন বিএনপি-জামায়াত সরকার পতনের হুমকি দিচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ।
পরে সায়াটা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় যোগ দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এ সময় নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনসহ জেলা উপজেলার নেতারা এতে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই