ফরিদপুরের বোয়ালমারীতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় মহানবী (সা.) এর জীবন নিয়ে আলোচনা হয়।
ইউএনও মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু তাহের, বোয়ালমারী বার্তা সম্পাদক এডভোকেট কোরবান আলী প্রমুখ।উপস্থাপনা করেন ইসলামিক মিশনের সুপারভাইজার আবু আলী। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ