খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত ভবনের গাড়ি পার্কিং শেডের ছাদ ঢালাইয়ের সময় সাটারিং ধসে পড়ে হতাহতের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তদন্ত কমিটিতের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে আহ্বায়ক ও খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়। কমিটির অপর সদস্য হলেন খাগড়াছড়ি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।
গত শনিবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত ভবনের গাড়ি পার্কিং শেডের ছাদ ঢালাইয়ের সময় সাটারিং ধসে ২ নির্মাণ শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়। ঘটনার পরপর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের যুব সদস্যরা হতাহতদের উদ্ধার অভিযানে অংশ নেন। রাত সাড়ে ১১ টায় ধসে পড়া সাটারিং পুরোপুরি সরিয়ে নেয়ার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
এদিকে, নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নেয় পার্বত্য জেলা পরিষদ। পোস্টমর্টেমের পর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা