নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারের একটি মার্কেটে আগুনে ১৬টি দোকান ভস্মীভূত হয়েছে। নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আক্তার হামিদ খান রবিবার সকালে জানান, দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
তিনি জানান, খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১টার দিকে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে সাত লাখ টাকার মালামাল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে জানান, ওই মার্কেটে মুদি, গার্মেন্টস, হার্ডওয়্যার, টি-স্টল, সু-স্টোর ও কীটনাশকের দোকান ছিল। দোকান ঘরগুলোতে তৈলাক্ত এবং প্লাস্টিক পণ্য বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তার কাছে দাবি করেন দোকানিরা। রবিবার সকালে ক্ষতিগ্রস্তদের কিছু আর্থিক সহায়তা করেছেন বলে জানান চেয়ারম্যান।
বিডি প্রতিদিন/এমআই