ভালুকায় অগ্নিদগ্ধ আব্দুল মালেক পাঠান (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণ করেছেন। রবিবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে তিনি মারা যান। অগ্নিদগ্ধ ছেলে কাজল মিয়াও এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান তাদের স্বজনরা।
জানা যায়, গত শনিবার সকালে পৌরসভার কোর্টভবন এলাকায় অবস্থিত জব্বার প্লাজার আন্ডারগ্রাউন্ডের একটি রুমে ভাড়াটিয়া উপজেলার ভান্ডাব গ্রামের আব্দুল মালেক পাঠান অগ্নিদগ্ধ হন। এসময় বাবাকে উদ্ধার করতে কাজল মিয়া গেলে তিনিও অগ্নিদগ্ধ হন।
তাদের উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনের অফিসার মামুন জানান, সিগারেট ধরাতে গেলে আগুনের সূত্রপাত। মুহুর্তেই পুরো রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাবা ও ছেলে অগ্নিদগ্ধ হয়।
বিডি প্রতিদিন/এএ