চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি.এম. তানজীমুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হরিনা ফেরিঘাট এলাকায় চট্টগ্রামগামী দু'টি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অনুমানিক ৮০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। তবে এ সময় জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন