নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) উপলক্ষে শোভাযাত্রা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীরা। রবিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নরসিংদী জেলা শাখার আয়োজনে বাসাইল পেশোয়ারী দরবার শরীফ থেকে শোভাযাত্রা বের হয়।
পরে নরসিংদী কাউরিয়াপাড়া জামে মসজিদ, নাগরিয়াকান্দি জামে মসজিদসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল শোভাযাত্রায় যোগ দেয়। শোভাযাত্রায় রং-বেরংয়ের কালেমা তৈয়বা খচিত পতাকা প্রদর্শন করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পেশোয়ার দরবার শরীফে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মিলিত হয়।
পরে মোনাজাতে দেশ ও জাতীর কল্যাণ কামনা করা হয়। শোভাযাত্রা ও মোনাজাত পরিচালনা করেন পেশোয়ার দরবার শরীফের গদীনশিন পীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী। মিলাদুন্নবীর জুশনে জুলুছে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী দরবার শরীফের পীর সৈয়দ মোহাম্মদ মারুফ বীন কাদের মাইজউদ্দীন ভান্ডারী, সৈয়দ মোহাম্মদ আশিকুর রহমান মাইজউদ্দীন ভান্ডারি, মাওলানা আবুল হোসাইন ও কাজী লুৎফর রহমানসহ জেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি।
বিডি প্রতিদিন/এমআই