ময়মনসিংহের তারাকান্দায় সাজাপ্রাপ্ত ও জিআর ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা ও এর বাইরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শনিবার তারাকান্দা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। ঢাকার কেরানীগঞ্জ ও খিলগাঁও এলাকা হতে সাজাপ্রাপ্ত ৩ জন, জি আর ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং তারাকান্দা থানার কালিখা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মাহবুব আলম, হাবিব উদ্দিন খা (৫৫), মহর উদ্দিন খা (৬০), আম্বিয়া খাতুন (৪৫), জজ মিয়া, নাজমা, রহিমা খাতুন, জজ মিয়া, মোজাম্মেল হক (৩৬) ও রোজিয়া খাতুন। এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে আজ রবিবার (৯ অক্টোবর) ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ